ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

সংসদ ভবন থেকে: যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তারা দেশের শত্রু। তাদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। প্রয়োজনে তাদের বয়কট করতে হবে সামাজিকভাবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ  নিয়ে একথা বলেন আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এসময় তিনি বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা নিয়েও কথা বলেন।


 
কেয়া চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খালেদা জিয়ার দুর্নীতির অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে, তার রায় হয়েছে। আজ তিনি কারাগারে আছেন।
 
এসময় তিনি বিএনপির  উদ্দেশ্যে বলেন, বিএনপির গঠণতন্ত্রের ৭ ধারা কেন তুলে নেওয়া হলো? এই ৭ ধারা তুলে নিয়ে জিয়াউর রহমান কলাবরেট অ্যাক্ট বাতিল করে যেভাবে যুদ্ধাপরাধীদের রাজনীতি প্রবেশ  করিয়েছিলেন, সেভাবে আবারও দুর্নীতিবাজ ছেলেকে খালেদা জিয়ার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে।  

তিনি বলেন, আজ মুক্তিযোদ্ধাদের সন্তানরা জেগে উঠেছে। দুর্নীতিবাজদের এভাবে ছেড়ে দেওয়া যায় না। দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তারা দেশের শত্রু। তাদের নির্মূল করতে হবে। প্রয়োজনে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।