ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজার গার্লস হাইস্কুলের সভাপতির পদে থাকা নিয়ে রুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মগবাজার গার্লস হাইস্কুলের সভাপতির পদে থাকা নিয়ে রুল

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ ফেব্রুয়ারি) এ রুল জারি করেন।

একইসঙ্গে প্রধান শিক্ষকের পদ থেকে মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ।

আদেশের পর ইউনুছ আলী আকন্দ জানান, ২০১৫ সালের ৪ জুন মগবাজার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে ওই শিক্ষক বেতন-ভাতা বা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো সংসদ সদস্য স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে থাকতে পারবে না। কিন্তু ২০১৬ সালের ১৭ আগস্ট থেকে গোলাম দস্তগীর মগবাজার গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
তিনি বলেন, ২০১৭ সালের ৬ আগস্ট সরকারের জারি করা একটি প্রজ্ঞাপন এবং ২০১৫ সালে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালতের দেওয়া রায় অনুযায়ী কাউকে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত অবস্থায় রাখা যাবে না। এরপরও আদালতের রায় লঙ্ঘন করে ও সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রধান শিক্ষককে আড়াই বছরের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। যা বেআইনি। এ কারণে রিটের পর আদালত রুল জারি করেছেন।

বাংলাদেশ সময় ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।