ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

২০ লাখ মামলা দেওয়ার পরও চালকরা সচেতন হচ্ছেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
২০ লাখ মামলা দেওয়ার পরও চালকরা সচেতন হচ্ছেন না সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে পথে ডিআইজি আতিকুল ইসলাম/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ট্রাফিক আইন অমান্য করায় সারাদেশে প্রায় ২০ লাখ মামলা দেওয়া হলেও চালকরা সচেতন হচ্ছেন না বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি আতিকুল ইসলাম বলেন, প্রতিদিনই সচেতন‍ার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি আমরা।

অথচ আজকের দুর্ঘটনার কারণ উদঘাটন করতে গিয়ে আমরা আহতদের সঙ্গে কথা বলে জানতে পারি-এক গর্ভবর্তী নারীকে সিট না দিয়ে বাসে ওঠানোর কারণে চালকের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন যাত্রীরা। এছাড়া ওই বাস চালক দুর্ঘটনার আগে একটি রিকশাকে চাপা দিয়ে আসছিলো। এ দু’টি কারণেই আজকের এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। এতো কিছুর পরেও চালকরা সচেতন হচ্ছেন না।

এ সময় তার সঙ্গে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম শিকদার, সোনারগাঁ থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বারসহ পুলিশ, ৠাব ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

এরআগে সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ত্রিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কেনটাকি গার্মেন্টসের সামনে লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।