ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় মাদক বিক্রেতা ঝিলিক বাপ্পী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
হাতীবান্ধায় মাদক বিক্রেতা ঝিলিক বাপ্পী গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মাদক বিক্রেতা ও একাধিক মামলার আসামি বাপ্পী দাস ওরফে ঝিলিক বাপ্পীকে (৩৫) ২ গ্রাম হেরোইন ও ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেডিকেল মোড় হাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাপ্পী দাস উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীপদ দাসের ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে বলেন, বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। একাধিক বার গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে বের হয়ে তিনি আবারও মাদক বিক্রি করেন।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীপাড়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইন ও ৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।