দিনে শিক্ষার্থীরা ব্যস্ত থাকেন মূলত ক্লাস আর পড়াশোনা নিয়ে। কিন্তু সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে তারা হাজির হয়ে মেতে ওঠেন আড্ডা, গল্প-গানে।
খুলনার রাতের ক্যাম্পাসের এসব চিত্রের খবর সরেজমিনে তুলে আনতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিন শেষে মাঠে নামছে বাংলানিউজ টিম।
খুলনার ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না আর স্টাফ ফটো করেসপন্ডেন্ট মানজারুল ইসলামের সঙ্গে এ টিমে যোগ দিচ্ছেন সাতক্ষীরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শেখ তানজির আহমেদ ও বাগেরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এস এস সোহান।
রাতের স্তব্ধতা চিরে ৪৫.৬৫ বর্গ কিলোমিটার আয়তনের মহানগরীর খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, সিটি ল কলেজ, সরকারি সিটি কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ চষে তারা তুলে আনবেন হলে থাকা শিক্ষার্থীদের সুখ-দুঃখ, স্বপ্ন-প্রত্যাশা, আনন্দ-বিড়ম্বনা, অনিয়ম-অপরাধ ও আঁধারের আড়ালের সরেজমিন খবরসহ মজার মজার সব ফিচার।
সঙ্গে আপনিও জানাতে পারেন খুলনার রাতের ক্যাম্পাসের কোনো ভালোলাগা অথবা মন্দলাগা খবর। প্রয়োজনে আপনার পরিচয় গোপন রাখা হবে। যোগাযোগ: ই-মেইল-[email protected]
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমআরএম/এএ