ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রেসক্লাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রেসক্লাব ডিউজে নির্বাচন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে যাওয়া জাতীয় প্রেসক্লাব

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে জাতীয় প্রেসক্লাব চত্বর। পুরো প্রাঙ্গণজুড়ে এখন নির্বাচনী আমেজ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব চত্বর ঘুরে দেখা যায় নির্বাচনী আমেজ। লাগানো হয়েছে রং বেরংয়ের ব্যানার-ফেস্টুন।

পুরো চত্বর ঘিরে বড় বড় ব্যানার লাগিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেলগুলো।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চারটি প্যানেল হলো- আতাউর রহমান-এম এ কুদ্দুস, আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী ও জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

এর বাইরে সাধারণ সম্পাদক পদে ৫ জন স্বতন্ত্র প্রার্থী হলেন- অনুপ খাস্তগীর, অমিয় ঘটক পুলক, গাজী জহিরুল ইসলাম, রওশন ঝুনু ও সেবিকা রানী। নির্বাহী পরিষদ সদস্য ৯টি পদের বিপরিতে প্রার্থী হয়েছেন ৩৪ জন।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাজী মোহসীন আল আব্বাস, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী বিশ্বাস।

যুগ্ম-সম্পাদক পদে, আকতার হোসেন, খায়রুল আলম, মোহাম্মদ শাহজাহান মিঞা ও শামীমা আক্তার (শামীমা দোলা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান সভাপতি শাবান মাহমুদ বাংলানিউজকে বলেন, আমি মনে করি নতুনদের জায়গা করে দেওয়া উচিত। পদ আকড়ে থাকলে নতুনদের নেতৃত্বে আসার সুযোগ কমে যায়। সেজন্য দ্বিতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও প্রার্থী হইনি। আশা করবো পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তারাও নতুনদের জায়গা করে দেবেন।
 
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে একজন ভোটারের কাছে ভোট চাচ্ছিলেন তিনি। ওই ভোটার তার মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন।  

এ সময় বাংলানিউজকে সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। গত দুই বছরে ডিইউজে অনেক দূর এগিয়েছে। আশা করি পরবর্তী কমিটি আরো এগিয়ে নিয়ে যাবে। আগামীতে আমাদের লড়াই হবে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার ধারা অব্যাহত রাখবো।

ডিউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের গত ১৪ ফ্রেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এবার মোট ২ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।