ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আজমিরীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বাংলানিউজকে বলেন, বিকেলে আজমিরীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে শাহী রেস্টুরেন্ট ও উজ্জ্বল মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির প্যাকেটে অতিরিক্ত ওজন রেখে ওজনে কারচুপি করায় তিন্নি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।