ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সাতক্ষীরায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকচাপায় শেখ রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়া‌রি) বিকেলে সাতক্ষীরা-কা‌লিগঞ্জ সড়‌কের আলিপুর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল সদর উপজেলার নেবাখালি গ্রামের এরশাদুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল গ্রাম থেকে হলুদ কিনে ব্যবসা করতেন। মঙ্গলবার বিকেলে প্র‌তি‌দি‌নের মতো তিনি হলুদ নিয়ে বাইসাইকেলে করে বাড়ির দিকে যা‌চ্ছি‌লেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তা‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলা‌নিউজ‌কে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।