ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ লালচাঁদ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় লালচাঁদ (৩২) নামে এক মাদক সেবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালচাঁদ উপজেলার জামালপুর গ্রামের দুখু মিয়ার ছেলে।

 
 
স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় মাদক সেবন করছিলেন লালচাঁদ। এসময় পূর্ব শত্রুতা থাকায় একই এলাকার সিরাজ, রিপন ও দুলালসহ পাঁচ-ছয়জন তাকে মাদক সেবনে বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লালচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।