ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ/ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিআরইউর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ-সমাবেশ ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই পুলিশি হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার না হওয়ায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

এসময় অনতিবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দোষী পুলিশ সদস্যদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

বিক্ষোভ-সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, বিএফইউজে নেতা খায়রুজ্জামান কামাল, অমিয় ঘটক পুলক, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিআরইউর কল্যাণ সম্পাদক কাওছার আযম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।