ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাগেরহাট মহিলা পরিষদ সভাপতির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাগেরহাট মহিলা পরিষদ সভাপতির

বাগেরহাট: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহিলা পরিষদের বাগেরহাট জেলা সভাপতি ও স্কুল শিক্ষিকা শিল্পী সমাদ্দার (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তার মরদেহ বাগেরহাটে এসে পৌঁছেছে। এর আগে দুপুর ১টার দিকে কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিল্পী সমাদ্দারসহ চারজনের মৃত্যু হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

শিল্পী সমাদ্দারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ বলেন, ১৯৫৩ সালে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় শিল্পী সমাদ্দারের জন্ম হয়। তিনি জিতেন্দ্রনাথ সমাদ্দারের সাত ছেলে মেয়ের মধ্যে সবার বড়। শিল্পী সমাদ্দার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উর্ত্তীণ হয়ে সরকারি পিসি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন।  

পরে তিনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি শিল্পী সমাদ্দার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হন। তিনি বর্তমানে বাগেরহাট মহিলা পরিষদের সভা নেত্রী। এর আগে তিনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ছিলেন। এছাড়া তিনি সিপিবির বাগেরহাট জেলা শাখার সদস্য।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।