ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় সাড়ে ৭ মণ জাটকা জব্দঁ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কাঁঠালিয়ায় সাড়ে ৭ মণ জাটকা জব্দঁ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৭ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম নেতৃত্বে অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট ফয়েজুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ মণ জাটকা জব্দ করা হয়।

এসময় জাটকা বিক্রির দায়ে জয়নাল (৪৫) নামে মাছ ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

জয়নাল কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।