ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দুই প্যাথলজি-হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ময়মনসিংহে দুই প্যাথলজি-হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা জব্দকৃত ওষুধ/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর দু’টি প্যাথলোজি ও প্রাইভেট হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন প্যাথলোজিক্যাল তরল সরঞ্জামাদী, অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন অবস্থায় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে দুই প্যাথলোজি ও প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে রংধনু প্যাথোলজি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. নোমান মিয়াকে (৩৯) ভোক্তা অধিকার আইন/২০০৯ এর ৫২/৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-জাকির।  

একই সঙ্গে স্থানীয় শুভেচ্ছা প্রাইভেট হাসপাতালের পরিচালক মো. আমির হামজাকে (৪০) ভোক্তা অধিকার আইন/২০০৯ এর ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেছেন তিনি।

ভরসা ডায়াগনস্টিক সেন্টারটি’র মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন প্যাথলোজিক্যাল তরল সরঞ্জামাদী জব্দের পর সিলগালা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।