ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন সম্মেলনে যাচ্ছেন পারভিন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন সম্মেলনে যাচ্ছেন পারভিন

পাথরঘাটা (বরগুনা): ‘আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন’ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন পাথরঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন।

নারীপক্ষ ও সংকল্প ট্রাস্ট্রের উদ্যোগে এবং ‘এশিয়ান প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW)’-এর আমন্ত্রণে বৃহস্পতিবার (০১ মার্চ) মালয়েশিয়ার উদ্দেশে তিনি রওয়ানা হবেন। সেখানে বাল্যবিয়ে ও নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবেন তিনি।

ফাতিমা পারভিন বাংলানিউজকে বলেন, তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া মানুষের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে আমি কাজ করতে চাই।

এদিকে, পাঁচ দিনের এ সফর শেষে ০৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।