ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জের গোয়াল ভাওর বাজার ও চররাঘররায় এলাকায় ডাকাতিয়া নদী রক্ষায় নদীর ওপর নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম মাহফুজুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আনোয়ার উল আজিম বাংলানিউজকে বলেন, ইউনিয়নের গোয়াল ভাওর বাজারে ডাকাতিয়া নদীর ওপর এবং একই ইউনিয়নের চররাঘররায় ডাকাতিয়া নদীর শাখা খালের ওপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে অবৈধ স্থাপনা গড়ে উঠে।

তাদের এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিলেও তারা স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। ফলে দুপুরে ইউএনও’র উপস্থিতিতে গোয়াল ভাওর বাজারের বিদ্যালয় সড়কে নদীর ওপর নির্মিত ১৫ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এছাড়া চররাঘররায় সিংহের স্কুল এলাকায় একটি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।

ইউএনও এ এইচ এম মাহফুজু রহমান বলেন, ডাকাতিয়া নদীকে বাঁচাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সরানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।