ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে  ৩ খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কিশোরগঞ্জে  ৩ খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা কিশোরগঞ্জে  ৩ খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল ও রঙ মিশানো এবং খোলা লবণসহ মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় তিন খাদ্য প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- কিশোরগঞ্জ বিসিকের ইসলাম ফুড প্রডাক্ট, চৌদ্দশত এলাকার মুনতাজ বেকারি ও তারাপাশা এলাকার এসএল ফুড প্রডাক্ট।

সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পরিদর্শন করতে গিয়ে বিসিকের ইসলাম ফুড প্রডাক্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে দেখা যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া চৌদ্দশত এলাকার মুনতাজ বেকারিতে ক্ষতিকর রঙসহ রাসায়নিক দ্রব্য ও খোলা লবণ ব্যবহার করায় ৮ হাজার টাকা এবং তারাপাশা এলাকার এসএল ফুড প্রডাক্টে মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন করে মেয়াদ বাড়ানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।