ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ছয় ছাত্র আটক হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ঢাকা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ময়মনসিংহ সদর উপজেলার গোলাম মোস্তফার ছেলে সমসের আলী, রংপুরের পীরগঞ্জের রহমত ইসলামের ছেলে সাউথইস্ট ইউনিভার্সিটির সিভিল তৃতীয় বর্ষের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান তৃতীয় বর্ষের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকোনা জেলার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজির ছাত্র পলাশ আহমেদ, বরিশাল সদর উপজেলার সামসুল আলমের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ছাত্র তাসরিফ আল ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মুখলেসুর রহমানের ছেলে আনন্দমহন সরকারি কলেজের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র রাসেল আহম্মেদ।

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান বাংলানিউজকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ লাইন মাঠে মঙ্গলবার ছিল লিখিত পরীক্ষা। শিবগঞ্জ উপজেলার ছয় জন প্রার্থীর হয়ে আটকরা পুলিশ সুপারের স্বাক্ষর জাল এবং ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয়। এতে তাদের সন্দেহ হয়। এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ছয়জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।