ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
‘আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন’

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে জাতীয় পার্টি বিরোধী দল না কি সরকারি দল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন। কিন্তু সেটা হয়নি।

এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।  

এ সময় তার পাশের আসনে বসে মন্ত্রিসভার সদস্য জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা রওশন এরশাদের কথাগুলো গুছিয়ে দিচ্ছিলেন।

রওশন এরশাদ বলেন, আমাদের নিয়ে বাইরে অনেক কথা হয়। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের মন্ত্রীগুলো প্রত্যাহার করেন। আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন। কিন্তু সেটা আর হয় নাই। সেজন্য বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। হয় বিরোধী দল, নয় সরকারি দল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন বলেন, হয় বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন, নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই।  

এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা তো বলেছিলাম। তখন রওশন এরশাদ বলেন, আপনি নির্দেশ দিলে মানবে না কে?

তিনি আরো বলেন, হ্যাঁ, আপনি বলেন বিরোধী দলের দরকার নেই। আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন। আমরা বাইরে গেলে নানা কথা হয়। বলে- আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি না। কাজেই এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টি আজ সম্মানের সাথে থাকতে পারতো। আমরা সম্মানের সাথে নেই।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রওশন বলেন, আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে? আমরাও বলতে পারি না। সেজন্য কোথাও ইন্টারভিউ দেই না!

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।