ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ৪শ’ বস্তা ইউরিয়া সার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
উল্লাপাড়ায় ৪শ’ বস্তা ইউরিয়া সার জব্দ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে আমদানি করা ৪শ’ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসায়ী মনসুর আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মোহনপুর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৪শ’ বস্তা সার জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে আমদানি করা সার গুদামজাত করার অপরাধে ব্যবসায়ী মনসুরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।