ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোটরসাইলের ধাক্কায় মফিজ উদ্দিন (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিন মোটরসাইলের আরোহী। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৌরশহরের জামুবাড়ি ডাঙ্গাপাড়া মহল্লার শ্বশান মন্দির নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ পৌরশহরের জামুবাড়ি ডাঙ্গাপাড়া মহল্লার বাসিন্দা।

আহতরা হলেন- জনি সরকার (১৮), রাহুল (১৮) ও আকাশ (৩০)। তারা সবাই পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় পার্বতীপুর থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল মফিজকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে ও মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গণি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মেডিকেলে আসার আগেই মফিজ উদ্দিনের মৃত্যু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।