ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আজিমপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঢাকা: রাজধানীর আজিমপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে শাহিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই শুভকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।  

শাহিন আজিমপুর নিউ পল্টন এলাকায় একটি ১১ তলা ভবনের ৫ তলায় পরিবারের সঙ্গে থাকতেন।

 

নিহত শাহিনের শ্যালক মো. লিমন অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই শুভ শাহিনকে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ছোট ভাই শুভকে লালবাগ থানা পুলিশ আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।