ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়া ঘাটে যানবাহনের সারি (ফাইল ছবি)

মানিকগঞ্জ: সারাদিনের মতো রাতেও যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। যাত্রীবাহী বাসগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হলেও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। এতে চরম বিপাকে পড়েছেন এসব পণ্যবাহী ট্রাকচালক ও তাদের সহযোগীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই চার শতাধিক।

 

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, ঢাকামুখী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির বেশ চাপ রয়েছে। যে কারণে ওই যানবাহন ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। এতে সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে থাকছে।

যাত্রীবাহী বাসের ফাঁকে ফাঁকে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো নৌরুট পারাপার করা হচ্ছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বাকি দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত কারখানায় রয়েছে।  

যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম হওয়ার কারণেই পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৪০ থেকে ৫০টি যাত্রীবাহী বাস ও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।