ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৯ ঘণ্টা পর রুপালী বাংলা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
৯ ঘণ্টা পর রুপালী বাংলা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে দগ্ধদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার পৌর শহরের রবিপুর এলাকায় রুপালী বাংলা জুট মিলে আগুন লাগার প্রায় ৯ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

এ ঘটনায় ১২ জন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি লিপু ও জামিনি বালার অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।

বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান জানান, দগ্ধদের সবাই চিকিৎসাধীন। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।