ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষায় অবদানের জন্য দেশসেরা ফরিদপুরের জেলা প্রশাসক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
শিক্ষায় অবদানের জন্য দেশসেরা ফরিদপুরের জেলা প্রশাসক  জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া

ফরিদপুর: নাগরিক সেবায় দেশসেরা হওয়ার পর এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এ সেরা হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া হয়েছে। 

চিঠিতে জানানো হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে দেশসেরা জেলা প্রশাসক (শিক্ষা পদক) নির্বাচন করা হয়েছে। আগামী ৬ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন তিনি।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে এ বছর ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে উম্মে সালমা তানজিয়া ২০১৭ সালে নাগরিক সেবায় দেশের সেরা জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতি পান।

এ বিষয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, শিক্ষা ব্যতিত জাতির উন্নয়ন সম্ভব নয়। একটি সুশিক্ষিত জনগোষ্ঠী জাতির সবচেয়ে বড় সম্পদ। বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকার গৃহিত বিভিন্ন কর্মসূচি আমি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।  

‘সুশাসনে গড়ি সোনার বাংলা’-এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনকে জনবান্ধব করার প্রত্যয়ে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে উম্মে সালমা তানজিয়া তার কর্মস্থলে যোগ দেন। ২০১৭ সালে নাগরিক সেবায় দেশের সেরা জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতি পান তিনি।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।