ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রুপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
রুপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার পৌর শহরের রবিপুর এলাকায় রুপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম রওশন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আকতার হানিফ খান ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক মো. জুলফিকার আলী।

 

মঙ্গলবার বিকেলে জেলার বিরল উপজেলার পৌর শহরের রবিপুর হুসনা এলাকায় রুপালী বাংলা জুট মিলে আগুন লাগে। এসময় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে মিলের ভেতরে বেশ কয়েজন শ্রমিক আটকা পড়েন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও সেতাবগঞ্জের পাঁচটি ইউনিট আটকে থাকাদের উদ্ধার করে ও টানা ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় দগ্ধ হয়ে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।