ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দূরপাল্লার বাস ধর্মঘটের সঙ্গে নওগাঁর কোনো সম্পর্ক নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
দূরপাল্লার বাস ধর্মঘটের সঙ্গে নওগাঁর কোনো সম্পর্ক নেই দূরপাল্লার বাস ধর্মঘটের সঙ্গে নওগাঁর কোনো সম্পর্ক নেই

নওগাঁ: চলমান দূরপাল্লার বাস ধর্মঘটের সঙ্গে নওগাঁর শ্রমিক-মালিকদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে নওগাঁ জেলা মোটর শ্রমিক সমিতির নেতারা।

তাদের দাবি, বগুড়ার শ্রমিক-মালিকদের সঙ্গে ঢাকার শ্রমিক-মালিকদের দ্বন্দ্ব। এতে নওগাঁ জেলা মোটর শ্রমিক সমিতির কোনো সম্পর্ক নেই।

তাদের সিদ্ধান্তগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বগুড়ার শাহ ফতেহ আলী সার্ভিসের একটি এসি বাস নওগাঁ-ঢাকা রুটে চালাতে চায় বগুড়ার মালিকরা। এনিয়ে ঢাকার মালিক-শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব বাধে। এতে করে বগুড়া থেকে ঢাকাগামী সকল বাস বন্ধ করে দেয় বগুড়ার শ্রমিকরা। শুধু তাই নয়, বগুড়ার ওপর দিয়ে যাওয়া জয়পুরহাট, রংপুর ও নওগাঁর বাসও চলতে দিচ্ছে না তারা।  

তিনি আরো বলেন, বর্তমানে ঢাকাগামী কিছুসংখ্যক গাড়ি রাজশাহী হয়ে ঘুরে যাচ্ছে। ফলে গাড়ি চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।  

এদিকে, এমন পরিস্থিতিতে চরম হয়রানির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে জানতে পারছেন বাস বন্ধ।

**উত্তরের ঢাকামুখী বাস আটকে দেয়া হচ্ছে বগুড়ায়

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।