ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন নোবেলজয়ী নারীর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন নোবেলজয়ী নারীর সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নোবেলজয়ী তিন নারী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা দেখতে আসা শান্তিতে নোবেলজয়ী তিন নারী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবেলজয়ী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান এবং যুক্তরাজ্যের মরিয়েড মুগুয়ার।

‌এর আগে তারা সোমবার কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই তিন নারী রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্প পরিদর্শনে তাদের মর্মস্পর্শী অভিজ্ঞতার কথা তুলে ধরেন।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।