ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বান্দরবান: দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের নতুন স্থাপনা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমারের রাখাইন রাজ্যের তুমব্রু এলাকা পরিদর্শন করে সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে।
রোহিঙ্গারা বলেছে, মিয়ানমারে থাকার পরিবেশ তৈরি হলে তারা বাংলাদেশে থাকবে না। রোহিঙ্গাদের এ বক্তব্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে বান্দরবান সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের কোনো শর্ত ছাড়াই ফিরিয়ে নেওয়ার প্রস্তাবও আমরা দিয়েছি। এখন মিয়ানমার কি করে সেটিই দেখার বিষয়।
এসময় উপস্থিত ছিলেন- বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।