বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের ভালকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. আব্বাস শেখ উপজেলার ভালকুটিয়া গ্রামের বাসিন্দা।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে আব্বাস শেখ টাঙ্গাইল-আরিচা সড়ক পার হওয়ার সময় ধুবুরিয়াগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে আব্বাস শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি