ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বানিয়াচংয়ে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে মোশাহিদ মিয়া (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হামলাকারী ছালেহ রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছিলাপাঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে। অাটক ছালেহ রহমান উপজেলার ইনাতখানী এলাকার মৃত আয়াত উল্লার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মিল হক বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। হামলাকারী ছালেহ রহমানকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।