ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিরঞ্জন দে (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজনগর উপজেলার লঙ্গলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়িনের আপদা গ্রামের নগেন্দ্র কুমার দে’র ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আপদা গ্রামের বিনদ করের ছেলে অজয় কর (৩০), রাজনগর উপজেলার টেংরা এলাকার গিয়াস মিয়ার স্ত্রী শায়লা বেগম (৩৫) তার মেয়ে ওমি বেগম (১৭) ও শিশু সন্তান রফিক মিয়া। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াদুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।