ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারসহ তিন রুটে এনা’র বিলাসবহুল হুন্দাই বাস

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
কক্সবাজারসহ তিন রুটে এনা’র বিলাসবহুল হুন্দাই বাস এনা পরিবহনের নতুন হুন্দাই বাস উদ্বোধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন গন্তব্য কক্সবাজার রুটে অত্যাধুনিক বিলাসবহুল বাস বহর নামিয়েছে এনা ট্রান্সপোর্ট লিমিটেড। এছাড়া রংপুর রুটে প্রথমবারের মতো বিলাসবহুল হুন্দাই বাস এবং ঢাকা-সিলেট রুটেও আরও নতুন হুন্দাই বাস সংযোজন করেছে এনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালী বাস টার্মিনালে একযোগে কক্সবাজার, রংপুর ও সিলেট রুটে নতুন ৮টি হুন্দাই বাস উদ্বোধনের আয়োজন করেছে এনা পরিবহন। এর মধ্যে ঢাকা কক্সবাজার রুটে ৪টি, ঢাকা-রংপুর রুটে জন্য ২টি ও ঢাকা-সিলেট রুটে আরও নতুন ২টি হুন্দাই বাস চলবে।

ঢাকা থেকে কক্সবাজারগামী হুন্দাই বাস রাজধানীর আব্দুল্লাপুর কাউন্টার থেকে যাত্রা শুরু করবে। এরপর উত্তরা হয়ে ঢাকার ভেতর দিয়ে ফকিরাপুল হয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কপথে ধরে কক্সবাজার যাবে। উত্তরা, এয়ারপোর্ট, মহাখালী ও ফকিরাপুল এলাকার এনার কাউন্টার থেকে যাত্রীরা তাদের সুবিধামতো বাসে উঠে যেতে পারবেন।

২৮ সিটের বিলাসবহুল এ বাসে বিজনেস ক্লাস সেবা দেবে এনা পরিবহন। একপাশে একটি ও অন্যপাশে দু’টি সিট সাজানো থাকবে। যাত্রাপথে সার্বক্ষণিক ওয়াইফাই সুবিধা দেয়া থাকছে। যাত্রী এ ওয়াফাই ব্যবহার করে উচ্চগতির গতির ইন্টারনেট সুবিধা মোবাইল ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।

এছাড়া সিসি ক্যামেরায় মাধ্যমে গাড়িতে থাকা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে এনা পরিবহন কর্তৃপক্ষ। বাসের মধ্যে থাকা রেফ্রিজারেটরে থাকবে প্রয়োজনীয় খাবার পানীয়র ব্যবস্থা।

এনা ট্রান্সপোর্ট লিমিটেড জানায়, কক্সবাজার রুটে এনার হুন্দাই বাসের ভাড়া ২ হাজার টাকা। এখন পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার রুটে হুন্দাই বাসই একমাত্র উন্নত মানের বাস সেবা। যা ঢাকা থেকে প্রতিদিন ছাড়ছে। এর মধ্যে এনা পরিবহন একেবারে নতুন হুন্দাই বাস দিয়ে নিয়ে এলো যাত্রীদের জন্য। এছাড়া রংপুর ও সিলেট রুটে বিলাসবহুল এ বাসের ভাড়া ১২শ টাকা করে।

এনা ট্রান্সপোর্ট আরও জানায়, কক্সবাজার ছাড়াও ঢাকা-রংপুর রুটে ২টি হুন্দাই বাস উদ্বোধন হলো। এখন প্রতিদিন সকাল ৯টা ও রাত সাড়ে ৯টায় ঢাকার মহাখালি থেকে রংপুরগামী বিজনেসক্লাস হুন্দাই বাস ছাড়বে। এছাড়া সিলেট রুটে দিনে ও রাতে নিয়মিত শিডিউলে এনার হুন্দাই বিজনেস ক্লাস সেবা চালু আছে। এ শিডউলের মধ্যে আরও ২টি নতুন হুন্দাই বাস যোগ করেছে এনা পরিবহন।  

এনা পরিবহনের নতুন হুন্দাই বাস উদ্বোধন/ছবি: বাংলানিউজঢাকার মহাখালিতে এনা পরিবহন হুন্দাই যাত্রীদের জন্য পৃথক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর কাউন্টার সেবা দিচ্ছে। একই ভাবে কক্সবাজারে কাউন্টারেও যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর সেবা পাবেন।  

এনা পরিবহন জানায়, এইচএসসি পাস করা শিক্ষিত একদল প্যাসেঞ্জার গাইড হুন্দাই বিলাস বহুল বাসের যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে। যাত্রীদের সঙ্গে উন্নত আচরণ এবং তাদের বাস ভ্রমণ আনন্দদায়ক করতে প্যাসেঞ্জার গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এনা ট্রান্সপোর্ট লিমিটেডের ম্যানেজার সৈয়দ আতিক বাংলানিউজকে জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে সড়কপথে যেতে অনেকে ক্লান্তি বোধ করেন। তাদের যাত্রাপথ এবার হবে মসৃণ মনোরম। এনা হুন্দাই বাসে যাত্রী কোনো ঝাঁকি ও বাইরের শব্দ যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে নির্ঝঞ্জাট যাত্রা উপভোগ করবেন। অন্য যেকোন পরিহন থেকে উন্নতমানের যাত্রীসেবা আপ্যায়ন দ্রুত ও নিরাপদ যাত্রীসেবা দেবে এনা পরিবহন।   

এদিকে সড়ক পথে যাত্রা নিরাপদ করতে সম্প্রতি এনা পরিবহন তার ২শ চালককে বিশ্বমানের প্রশিক্ষণ দিয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও শিক্ষিত চালক শ্রেণী গড়ে তুলেছে এনা পরিবহন।

একই সঙ্গে বিলাসবহুল ও আরামদায়ক বাস সেবাও চালু করছে বিভিন্ন গন্তব্যে। বিশ্বে জনপ্রিয় কোরিয়া ভিত্তিক হুন্দাই কোম্পানির এ বাস সিলেট, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন রুটে ছেড়েছে এনা।  

বা‌সের উ‌দ্বোধন শে‌ষে বাংলা‌নিউজ‌কে এনা প‌রিবহ‌নের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) খন্দকার এনা‌য়েত উল্ল্যাহ ব‌লেন, প্রথমবা‌রের ম‌তো এনা হুন্দাই বা‌সে লাই‌ব্রেরি থাক‌বে। যেখা‌নে দূরপাল্লার যাত্রীরা ব‌সে বই পড়ার সু‌বিধা পা‌বেন। এছাড়া সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও দ্রুতগতির ওয়াইফাই যুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।