ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়

ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির ইএমকে সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এখানে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এ নির্বাচন ঘিরে কোনো সহিংসতা আমরা দেখতে চাই না।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ এখানে কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের প্রতি দুর্বল নয়। এদেশের মানুষই ঠিক করবেন এখানে কারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন।

সম্প্রতি মার্কিন সরকার আইএসআইএস সমর্থিত ৭ দেশের সংগঠন নিষিদ্ধ করেছে। যার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আইএসআইএস আছে আমরা তা বলছি না। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির সঙ্গে বাংলাদেশের কিছু লোকজন বিভিন্নভাবে জড়িত আছে বলে আমরা বলছি।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮,২০১৮
কেজেড/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।