ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
চুনারুঘাটে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যা আবুল হোসেন আকল মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে তাকে কুপিয়ে জখম করা হয়। সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, আকল মিয়া চুনারুঘাট-বাল্লা রোডের বাসা থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।  

চুনারুঘাট থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।