বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল কোর্ট রোডে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম জেলার কমলগঞ্জ উপজেলার পরাণধর এলাকার আব্দুল খালেকের ছেলে।
সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে সাইদুল ইসলাম ব্যাংক থেকে টাকা তুলে অটোরিকশায় কমলগঞ্জ যাচ্ছিলেন। তিনি কোর্ট রোডের ‘শেভি ভিলা’র সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেল অটোরিকশার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা সাইদুল ইসলামের হাতে ছুরি দিয়ে আঘাত করে তার হাতে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনটি