ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নিহত ১৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বরিশালে নিহত ১৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা জেলা পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ/ছবি: বাংলানিউজ

বরিশাল: কর্তব্যরত অবস্থায় নিহত বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্যের পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮ উদযাপনের সময় তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা পত্র ও উপহার তুলে দেওয়া হয়।

এরআগে দিবসটি উপলক্ষে বরিশাল জেলার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এছাড়া বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, জিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাং, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগ জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।