বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে উভয় মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে এগুলো প্রত্যাহারের আবেদন করেন। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদা আবেদনগুলো গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা বাংলানিউজকে বলেন, দু’টির মধ্যে একটি মামলার বাদী। ঘটনার মীমাংসা হওয়ায় তারা দু’পক্ষই মামলা প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাবি শিক্ষক ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বিষয়টি নিয়ে আপোস হয়। রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সমঝোতা সভায় উভয় পক্ষে আপোসের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসএস/
** রাবি শিক্ষক মারধর: উভয় পক্ষের মামলা প্রত্যাহারের ঘোষণা