ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক সংসদ সদস্য বতু মিয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
সাবেক সংসদ সদস্য বতু মিয়া আর নেই

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম খায়রুজ্জামান বতু মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (০১ মার্চ) সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এমএন একাডেমী মডেল স্কুল মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরকান্দার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একেএম খায়রুজ্জামান বতু মিয়া ১৯৮৫ সালে নগরকান্দা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ফরিদপুর-২ নগরকান্দা আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের উপনতো সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক ও শোকাহত পরবিারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।