বৃহস্পতিবার (১ মার্চ) সকালে নগরের ব্রজমোহন (বিএম) কলেজের বিপরীতে নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। রিংকু ওই এলাকার চা দোকানি সুভাষ চন্দ্র গুহ ওরফে লিটনের স্ত্রী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না। দীর্ঘ ৭-৮ বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান না হওয়ায় গৃহবধূ রিংকু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সকালে স্বামী লিটন ঘরে এসে ভেতর থেকে দরজা বন্ধ ও কোনো সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে স্ত্রী রিংকুর মরদেহ ঝুলছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিংকু রানীকে মৃত ঘোষণা করেন।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/এসআরএস