ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় বছরে বিএসসিএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
দ্বিতীয় বছরে বিএসসিএফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): দ্বিতীয় বছরে পা দিয়েছে বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশন (বিএসসিএফ)।

বৃহস্পতিবার (১ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

‘জ্বালিয়ে প্রদীপ-আলোয় যাবো’ স্লোগান নিয়ে এক বছর আগে কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ শুরু করে বিএসসিএফ। শুরুতে মাত্র তিন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলেও এক বছরে সে সংখ্যা দাঁড়িয়েছে ১২২ এ।

বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশন বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টের প্রধান শিক্ষক শায়লা শারমীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী মো. হারিশ মিয়া, বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টের হেড অফ ডিরেক্টর মেজর এম এম করিম, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ওয়াহিদা হাসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস জব্বার খান, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’র হেড অফ ডিরেক্টর সৈয়দ তানভীর, বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টের জিএম আব্দুস সালাম, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু ওবায়দা মো. মোহসিন, উপাধ্যক্ষ ডা. আলম, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এটিএম মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর সেক্রেটারিয়েটের একান্ত সচিব নিলিমা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।