ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
হরিণাকুন্ডুতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (০২ মার্চ) রাতে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেছেন ঘটনার শিকার গৃহবধূ।

মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে বাকচুয়া গ্রামের নিজ বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই গৃহবধূ।

এসময় প্রতিবেশী মোশাররফ হোসেন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর রাতে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী। মামলা নং-১। তারিখ-০২/০৩/২০১৮ ইং। ধর্ষক মোশাররফ হোসেন ওই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মধ্যরাতে তিনি বাদী হয়ে এজাহার জমা দিলে তা গ্রহণ করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক মোশাররফ হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।