ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভিয়েতনামের প্রেসিডেন্টের জন্য প্রস্তুতি স্মৃতিসৌধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ভিয়েতনামের প্রেসিডেন্টের জন্য প্রস্তুতি স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের জন্য জাতীয় স্মৃতিসৌধে সাজসজ্জা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): বাংলাদেশ সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং অন্য বিদেশি নেতাদের মতোই শ্রদ্ধা জানাবেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে।

ঢাকা থেকে সড়ক পথে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাভার স্মৃতিসৌধে পৌঁছানোর কথা ত্রান দাইয়ের। এসময় তার সঙ্গে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানও।

 

স্মৃতিসৌধে পৌঁছে ভিয়েতনামের প্রেসিডেন্ট মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে সই করবেন। পরে তিনি স্মৃতিসৌধ চত্বরে রোপণ করবেন গাছের একটি চারা।

ভিয়েতনামের প্রেসিডেন্ট আগমন ঘিরে প্রস্তুতির বিষয়ে সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এরইমধ্যে স্মৃতিসৌধে ধোয়ামোছা ও রংতুলির কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে আগে থেকেই স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে কড়াকড়ি রাখা হয়েছে।

ভিয়েতনামের প্রেসিডেন্টের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, ভিয়েতনামের প্রেসিডেন্টের স্মৃতিসৌধে আসা-যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।