তিনি বলেন, দেশ আজ মাদকে ছেয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে খেলাঘরের মতো সংগঠনের বিকল্প নেই।
রোববার (৪ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগানে চার দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, এ প্রজন্মের কিশোর-তরুণদের প্রতিজ্ঞা করতে হবে। এদেশে মাদক চলবে না। মাদককে না বলে এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইদানিং আমাদের কলেজ পড়ুয়া তরুণদের জঙ্গিবাদে প্রলুব্ধ করা হচ্ছে। এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কেন্দ্রীয় খেলাঘরের সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পের সমাপনী দিনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ান, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, খেলাঘর নোয়াখালী জেলার সভাপতি মাখন লাল দাস প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী দিনে চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু-কিশোরদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরবি/