এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (৪ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে গত ২০ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ এক আইনজীবীর রিটের প্রেক্ষিতেও ৭ মার্চ নিয়ে রুল জারি করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশীদ। সঙ্গে ছিলেন আইনজীবী লুৎফুন কাদির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
রুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার রেসকোর্স ময়দানের (বর্তমানে শিশু পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন) যেখানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, প্রকৃত সে স্থান নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ভাষণের মূল মঞ্চের মতো করে কাঠোমো ও বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে জায়গাটি সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট।
দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
ইএস/আরবি/