ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চের ভাষণের স্থান নিয়ে আরো একটি রুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
৭ মার্চের ভাষণের স্থান নিয়ে আরো একটি রুল

ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে ভাষণ দিয়েছিলেন তার প্রকৃত স্থান নির্ধারণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (৪ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
এর আগে গত ২০ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ এক আইনজীবীর রিটের প্রেক্ষিতেও ৭ মার্চ নিয়ে রুল জারি করেছিলেন।

ওই রুলে ৭ মার্চকে  জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পুননির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তা জানতে চেয়েছেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার চার স্থপতি এ বিষয়ে আরেকটি রিট করেন।
 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশীদ। সঙ্গে ছিলেন আইনজীবী লুৎফুন কাদির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
 
রুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার রেসকোর্স ময়দানের (বর্তমানে শিশু পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন) যেখানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, প্রকৃত সে স্থান নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ভাষণের মূল মঞ্চের মতো করে কাঠোমো ও বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে জায়গাটি সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট।       

দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।