রোববার (৪ মার্চ) দিনগত ৯টার দিকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র ছিনতাই ও অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল। রাতে ওই এলাকা থেকে এক ছিনতাইকারীকে ছিনতাই করা দুই হাজার টাকাসহ আটক করা হয়। পরে পর্যায়ক্রমে আরো ৭ জনকে ৫টি ছোরা ও ২টি মলমসহ আটক করা হয়। এ চক্রটি সাধারণ মানুষকে আটক করে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এছাড়া চোখে মলম লাগিয়ে ও অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই করতো।
তিনি আরো জানান, সোমবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএস/আরবি/