ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। 

সোমবার (০৫ মার্চ) ভোরে উপজেলায় মাদারপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রাজু তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভানুরকান্দা গ্রামে।

নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মাদারপুর গ্রামে ভোরে ৪ থেকে ৫ জনের একটি দল পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থালে দুজনের মৃত্যু হয়।  

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।