ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ৪৭ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
উখিয়ায় ৪৭ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে থেকে ৪৭ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৯ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৪ মার্চ) রাত ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক নুরুল ইসলাম ওই ক্যাম্পের মো. হোসেনের ছেলে।

সোমবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২টায় র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুতুপালং এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা বিক্রয়ের উদ্দেশে মজুদ করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

আটক নুরুল একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব ইয়াবা ও গাঁজা মায়ানমার থেকে এনে কুতুপালং ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় পাইকারি বিক্রয় করেছে।  

আটক রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘন্টা, মার্চ ০৫, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।