রোববার (৪ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বরচড় গ্রামের মৃত আ. জব্বারের স্ত্রী।
সোমবার (৫ মার্চ) দুপুরের দিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে বলেন, মৃত নারী বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। পরিবারের সদস্যরা পারভীনকে গত ১০ ফেব্রুয়ারি উত্তরার নব জাগরন নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান।
রোববার রাত ১টার দিকে ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পঞ্চমতলা থেকে পালানোর উদ্দেশে বিছানার চাদর দিয়ে বেয়ে নিচে নামার সময় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত পারভিনের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এজেডএস/জিপি