সোমবার (০৫ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা মেলার উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার, সরদার সুকুর আহম্মেদ।
স্বাধীনতা উদ্যানে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। মেলাকে ঘিরে মোট ৩০টি স্টল বসেছে।
মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ