সোমবার (৫ মার্চ) দিনগত রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল জিরো পয়েন্ট এলাকায় অভিযানে আসে।
রাতেই দু’জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজির ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, মাছগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএস/এইচএ/